মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ শান্তি সংঘের উদ্যোগে ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে লৌহজং উপজেলাকে হারিয়ে মুন্সিগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়।গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে থেকে ৪ টি দল অংশ গ্রহন করে। দল গুলো হলো বাংলাদেশ শান্তি সংঘ, মুন্সিগঞ্জ জেলা,ঢাকা জেলা ও লৌহজং উপজেলা টিম।এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি ও প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ইয়াছিন শেখ।
মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মো.জানে আলম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শিমুল সারেং ও সাংবাদিক তাজুল ইসলাম রাকিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন মাওঃ ইকবাল হোসাইন,মোয়াজ্জেম খান, হাজী মোঃ ইসরাফিল শেখ, শেখ মো.মহশিন, হাবিবুর বাশার বাচ্চু, মোঃ তূহিন শেখ,ওয়াহিদুল ইসলাম, মো.ফরহাদ হোসেন, মোঃ রনি মোল্লা,সুমন মাহমুদ, হুমায়ূন দপ্তরী প্রমুখ।