মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭নভেম্বর-২০২২ইং)দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে উপজেলার ১৯০৫ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো.আব্দুল আউয়ালের সভাপতিত্বে,বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.শরীফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেন তপন,মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলার ১৯০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা,ভুট্টা,গম,চিনাবাদাম, সূর্যমুখী,খেসারী,মুশুর ও পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়।