লালমনিরহাট প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন ও আলোচনা সভা পাটগ্রাম উপজেলায়,পাটগাম উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ ইং রোজ শক্রবার উদযাপন উপলক্ষ্যে দুর্নীতি দমন প্রতিরোধ করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর শক্রুবার পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হক(সুমনের) সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন (বাবুল),বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়।পাটগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু।পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম (সুইট),পাটগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার প্রমুখ।