ন্যায্য মূল্য সরকারি চাল বিক্রির উদ্দেশ্যে নিজেদের বস্তায় ভরার সময় দু’জনকে গ্রেফতার করেছে র্যাব-৬। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নগরীর বড় বাজারের বার্মাশীল রোডের একটি গোডাউনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে প্রায় ১৪ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, সোনাডাঙ্গা থানা এলাকার হাশেম শেখের ছেলে নাদিম আহমেদ ও পশ্চিম বানিয়াখামার এলাকার আবুল খালেকের ছেলে রবিউল ইসলাম। এদের মধ্যে নাদিম আহমেদ উদ্ধার হওয়া চালের গোডাউন মালিক।
চালের বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার গরীব ও অসহায় দুস্থ মানুষের জন্য ওএমএসের মাধ্যমে স্বল্পমূল্যে চাল বিক্রির ব্যবস্থা করে। সেই চাল বিক্রি না করে অসাধু ব্যবসায়ীরা কালোবাজারে চাল বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব নগরীর বার্মাশীল রোডে কয়েকটি গোডাউন গোয়েন্দা নজরদারিতে রাখে। তারই ধারাবাহিকতায় র্যাব-৬ সেখানে অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার কেজি সরকারি চাল উদ্ধার ও এ ঘটনায় জড়িত দু’জনকে আটক করে।
র্যাব- ৬ খুলনার সিনিয়র এএসপি পহন চাকমা বলেন, গরীব মানুষের চাল তারা কম দামে কিনে বেশী দামে বিক্রির জন্য সরকারি বস্তা থেকে নিজেদের বস্তায় ভরছিল। এসময় র্যাব সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের (১শ’ বস্তা ও ২৫ কেজি ওজনের ৩৯০ বস্তা চাল উদ্ধার করা হয়)। এ সময় গোডাউন মালিক নাদিম আহমেদ ও সহযোগী রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।