রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত কমিটি সভাপতি নির্বাচিত হন বিশু সাহা,সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন, সাংগঠনিক সম্পাদক কালা কুমার তংচঞ্চ্যাকে নির্বাচিত করে ৫১বিশিষ্ট কমিটি গঠন করা।উক্ত কমিটি গত ৩ই নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাঙ্গামাটি জেলার কমিটির সিদ্ধান্ত মোতাবেক রাঙ্গামাটি জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুমোদন সভায় রাজস্থলী উপজেলা কৃষক দলের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে, রাঙ্গামাটি জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নতুন ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।কমিটি গঠন ও অনুমোদন সভায় রাঙ্গামাটি জেলা কৃষক দলের সভাপতি অলক প্রিয় চৌধুরীর (রিন্টু) ও সাধারণ সম্পাদক রবিউল হোসেন (বাবলু) উপস্থিত ছিলেন।
কমিটি অনুমোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি অলক প্রিয় চৌধুরীর (রিন্টু) সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ানসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।