রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে ৬০ জন উপকার ভুগিদের মাঝে বিভিন্ন প্রজাতির সব্জি বীজ বিতরণ অনুষ্ঠিত।।
রাঙামাটি জেলায় রাজস্থলী উপজেলায় সিপিপি পিএইপি ২ প্রকল্পের কারিতাস অফিসের উদ্যোগে বিভিন্ন পাড়ায় জৈব কৃষি কম্পোনেন্টের ৬০জনকে বিভিন্ন প্রজাতির সব্জি বীজ (ফরাস সিম,সিম,যাজ সিম,মূলা,লাল শাজ,বরবটি,খিরা মিষ্টি ভূর্ট্রা,ধনিয়া)ওবেগুন চারা,মরিচ চারা টমেটো চারা,বুধবার (২১সেপ্টম্বর) সকালে বিতরণ করা হয়।
এসময় অন্যন্যাের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আরিফ ইসলাম,কারিতাস উপজেলা মাঠ কর্মকর্তা সিপিপি পিএইপি২ প্রকল্পের সাধন কৃষ্ণ চাকমা, সিপিপি পিএইপি২প্রকল্পের মাঠ কর্মকর্তা বৃন্দ।এবং বিভিন্ন পাড়া থেকে আসা ৬০ উপকার ভোগি উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন কারিতাস মানুষের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকে এই বিভিন্ন জাতের সব্জি বীজ বিতরণ।আপনারা এ গুলো সুন্দর ভাবে চাষাবাদ করে সবজি উৎপাদন করবেন এবং বিক্রি করে টাকা আয় করবেন এটাই প্রত্যাশা । কারিতাসকে ধন্যবাদ এই সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য।
কারিতাসের মাঠ কর্মকর্তা মিঃসাধন কৃষ্ণ চাকমা বলেন- সব্জি চাষ বিষয়ে উপস্থিত সকলের সাথে বিস্তারিত আলোচনায় তিনি বলেন এই বীজ গুলো নেওয়ার পর সুন্দর ভাবে চাষাবাদ করবেন এতে আপনাদের পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বিক্রয় করে টাকা আয় করতে পারবেন।এবং আপনারা সব্জি বিক্রি করে যে লাভ পাবেন সেটাই কারিতাসের অর্জন এ সময় সকলকে ধন্যবাদ জানিয়ে বীজ বিতরণ শুরু করেন।।