রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বেসরকারি সংস্থা কারিতাস চট্রগ্রাম অঞ্চলের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা হেডম্যান হলরুমে অনুষ্ঠিত হয়েছে, ৭ডিসেম্বর বুধবার সকালে বেসরকারি সংস্থা সিপিপি পিএইপি-২ কারিতাস প্রকল্পের ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সত্যজিৎ তংচঞ্চ্যা,এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সিপিপি পিএইপি জুনিয়র কর্মকর্তা উসিনু মারমা,কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, ইউপি সদস্য উদয় কুমার তংচঞ্চ্যা, প্রধান শিক্ষক পাইতুইঅং মারমা,দিলিপ চক্রবর্তী,সুকুমার তালুকদারসহ ইউনিয়ন ফোরামের সাধারণ সম্পাদক লাভনী তংচঞ্চ্যাসহ সকল মাঠ সহায়ক বৃন্দ ও ফোরাম সভায় সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।