রাঙ্গামাটিতে কৃষক দলের প্রস্তূতি সভা ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আগামী ১২অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ও প্রস্তূতি মুলক সভা ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে,৮অক্টোবর শুক্রবার বিকালে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় চৌধুরী রিন্টু,প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রবিবার হাসান পলাশ।
প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের উপজাতীয় বিষয়ক সম্পাদক পারদর্শী বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু।আলোচনা সভায় বিভিন্ন উপজেলার কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথি এ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে দলকে সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।