রাজস্থলীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির)প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৮সেপ্টেমবার রবিবার সকালে রাজধানীসহ দেশব্যাপী বিএনপি চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামীলিগের হামলার প্রতিবাদে রাজস্থলী উপজেলা বিএনপি উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপি সাধরণ সম্পাদক মংঞো মারমার সঞ্চালনায়,সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ।
অন্যন্যার মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সহ-সভাপতি ছিদ্দকুর রহমান মোল্লা,যুগ্ন সম্পাদক রফিক,সাংগঠনিক সম্পাদক বাবলু,উপজালা যুবদলের আহ্বায়ক শামিম আহমেদ রুবেল,উপজেলা বিএনপি প্রচার সম্পাদক ডালিম বড়ুয়াসহ সাংগঠনিক সম্পাদক ইসহাক তালুকদার,ছাত্র দলের আহ্বায়ক নাইমুল ইসলাম রণি,বাঙ্গাল হালিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃআইয়ুব চৌধুরী,উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল তংচংগ্যা,সহ প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স,ছাত্র দলের সদস্য সচিব সাজন তং,সেচ্ছাসেবক দলের আহ্বায়মিজানুর রহমান,কৃষক দলের সাধারণ সম্পাদক বিশু দাস সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন,উপজেলা বিএনপির সদস্য জিকু দে গাইন্দ্যা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিদু মারমা,ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বেলাল সোহেল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন ভোট অনিয়মের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার,নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধিসহ দেশে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছেন।এবং আগামী সংসদ নির্বাচনে সেখহাছিনার অধিনে বিএনপি নির্বাচনে যাবেনা।নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানান এ-ই সমাবেশে।