রংপুর জেলায় আসন্ন দূর্গা পুজার সরকারি তিন দিনের ছুটি,মন্দির নিরাপত্তা,সরকারি খরচে সিসিক্যামেরা স্থাপন দাবীতে মানববন্ধন।
রংপুরে আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পূজা।এবারের দূর্গা পূজা উদযাপনে সরকারি ভাবে তিন দিনের ছুটির দাবিতে ও মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা একই সাথে প্রতিটি মন্দিরে সরকারি খরচে সিসি ক্যামেরা ব্যবস্থাপনা করা এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোট রংপুর জেলা শাখার নেতৃবৃন্দদের নিয়ে একক নেতৃত্বে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় একটি বিশাল মিছিল বের করে রংপুর প্রেসক্লাব চত্তর থেকে পুলিশ ফাড়ি হয়ে রংপুর পালপাড়া নাট মন্দিরে এসে মিছিলটি শেষ হয়।শুক্রবার সকাল ১০টার সময় সংগঠন গুলোর নেতৃবৃন্দ রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি শ্রী রবীন্দ্রনাথ সরকার।রংপুর জেলা হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক পলাশ রায়,সহসভাপতি অলক সরকার,প্রচার সম্পাদক লিপা রায়,হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক কাজল রায়,পুলক রায়,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি প্রহ্লাদ রায়,বাংলাদেশ সনাতন সংসদের সভাপতি সজিব রায় শয়নসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
এসময় অনুষ্টানটি সভাপতিত্ব দায়িত্ব পালন করেন সাংবাদিক শ্রী রবীন্দ্রনাথ সরকার।পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।