1. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
  2. durantotv28@gmail.com : anamul Haque : anamul Haque
  3. loggershell443@gmail.com : yanz@123457 :
রংপুর আদালতে ৫ সাংবাদিককে হুমকি;সেই পিআইও নুরুন্নবীর বিরুদ্ধে করা জিডি তদন্তের নির্দেশ - দুরান্ত টিভি
September 18, 2024, 2:41 pm
শিরোনাম :
পিরোজপুরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় আড়িয়াল খাঁ ও বিল পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে চলছে মহা উৎসব ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করছে-মাজেদুর রহমান বৈষম্যহীন সিলেট সিটি প্রেস ক্লাবের কমিটির আত্নপ্রকাশ। পিরোজপুরে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়গনের বদলিজনিত বিদায় সংবর্ধনা মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ নিয়োগপ্রাপ্তদের জন্য বড় দু:সংবাদ পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ড.আব্দুল মঈন খান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের যৌক্তিক সময় দেয়া হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনী রূপরেখা প্রকাশ করুন-জয়নুল আবদিন ফারুক

রংপুর আদালতে ৫ সাংবাদিককে হুমকি;সেই পিআইও নুরুন্নবীর বিরুদ্ধে করা জিডি তদন্তের নির্দেশ

হারুন অর রশিদ রাজু-সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি।
  • সময়: Wednesday, August 17, 2022,
  • 160 Time View

রংপুর আদালতে ৫ সাংবাদিককে হুমকি;সেই পিআইও নুরুন্নবীর বিরুদ্ধে করা জিডি তদন্তের নির্দেশ।রংপুর আদালতের বারান্দায় যমুনা টেলিভিশন-কালের কণ্ঠসহ গাইবান্ধার পাঁচ সাংবাদিককে আঙুল উঁচিয়ে অকথ্য গালাগালীজ ও হুমকির ঘটনায় সুন্দরগঞ্জের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)নুরুন্নবী সরকারের বিরুদ্ধে করা সাধারণ ডায়েরি(জিডি)তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার(১৭আগষ্ট)দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ম আদালতের বিচারক মো. জাহাঙ্গীর আলম শুনানী শেষে এই আদেশ দেন। এসময় আদালতে যমুনা টেলিভিশনের গাইবান্ধা করেসপনডেন্ট জিল্লুর রহমান পলাশ উপস্থিত ছিলেন।

এরআগে,পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে গত ২ আগষ্ট রংপুর কোতয়ালী থানায় জিডি করেন সাংবাদিক জিল্লুর রহমান পলাশ।তবে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ গত ৫ই আগষ্ট জিডিটি থানায় সাধারণ ডায়েরীভুক্ত করেন।জিডি নং-৩৭৭ ওই জিডিটি তদন্তের জন্য অনুমতি চেয়ে গত ৮ই আগষ্ট আদালতে পাঠান কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর (এসআই)বিজন।

বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক পলাশের আইনজীবি মো.ফরহাদ হোসেন বলেন,তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জিডিটি তদন্তের নির্দেশ দেন।একজন সরকারী কর্মকর্তার এহেন আচরণ আর হুমকির ঘটনা কোনভাবেই কাম্য নয়।তার হুমকির ওই ঘটনার ভিডিও চিত্র বিভিন্ন গণমাধ্যমেও প্রচার হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

থানায় করা জিডিটিতে উল্লেখ করা হয়,গত ২আগষ্ট দুপুরে রংপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলার(চার্জ শুনানি)হাজিরা দিতে যান জিল্লুর রহমান পলাশ, কালের কন্ঠের প্রতিনিধি শেখ মামুন-উর রশিদসহ গাইবান্ধার পাঁচ সাংবাদিক।এসময় আদালতের বারান্দার ক্যান্টিনের সামনে সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন মামলার বাদী পিআইও নুরুন্নবী। এক পর্যায়ে তিনি পলাশসহ অন্যদের ওপর মারমুখি হয়ে পড়েন।উচ্চস্বরে হাত ও আঙুল উঁচিয়ে বলেন, ‘তোকে দেখে নেবো,তোকে এবার মজা দেখাবো।তুই ১৫০ বান্ডিলকে ৫২০ বান্ডিল দেখিয়ে মিথ্যা নিউজ করেছিস,তুই আমাকে হয়রানি করেছিস, এখন আদালতে এসে হয়রানী হ’।

প্রসঙ্গতঃ ঘুষ-দুর্নীতিতে আলোচিত নুরুন্নবী সরকারের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম।তদন্তে আর্থিক দুর্নীতিসহ একাধিক অভিযোগের প্রমাণ মেলায় তার বিরুদ্ধে বিভাগীয় দুটি মামলাসহ লঘুদণ্ড দেয় অধিদপ্তর।এতে ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালের অক্টোবর মাসে ১২ সাংবাদিকের নামে রংপুর আদালতে মানহানির দুটি মামলা করেন তিনি। আদালতের নির্দেশে তদন্ত শেষে ৭জনকে অব্যাহতি দিয়ে সাংবাদিক পলাশসহ ৫জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয় পিবিআই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x