রংপুরে স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২২ এর উদ্বোধন।
রংপুর জেলার গংগাচড়া উপজেলায় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ উদ্বোধন করেন জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রংপুর।অনুষ্ঠানটি রংপুর জেলার গংগাচড়া উপজেলার গংগাচড়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে জনাব মোঃ এরশাদ উদ্দিন পিএএ, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহাদয়ের সভাপতিত্বে সফলভাবে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২২ এর উদ্বোধন করেন এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া সম্পর্কে বক্তৃতা প্রদান করেন।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জনাব মোঃ আসিব আহসান(জেলা প্রশাসক, রংপুর)।বিশেষ অতিথি হিসেবে ছিলেন ,জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী(পুলিশ সুপার, রংপুর),
জনাব পঙ্কজ কুমার সাহা(নির্বাহী প্রকৌশলী,জ:প্র:অ:,রংপুর),ও জনাব মোঃ রুহুল আমিন(চেয়ারম্যান,উপজেলা পরিষদ,গংগাচড়া, রংপুর)।
সকলের বক্তব্য শেষে সভাপতি মহোদয় অনুষ্ঠানটিকে সমাপ্ত ঘোষনা করেন।
রিপোর্টারের নামঃ–রবীন্দ্র সরকার রিপন