রংপুরে আব্দুল্লার পাশে দাড়িয়েছেন কালের কন্ঠ শুভ সংঘ মহানগর সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের ডাক্তার পাড়ার বাসিন্দা মোঃ আব্দুল মিয়া একটি বিল্ডিং এ কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে যায়।এতে তার পিটের মেরুদন্ড ভেঙে যায়।পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের শরাণাপন্ন হয়ে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে ও সে ভারী কোনো কাজ করতে পারে না।তার তিন মেয়ে সন্তান ও রয়েছে।পরিবারের অসচ্ছলতা কারনে মেয়েদের পড়াশোনা ও পরিবার চালাতে অক্ষম হয়ে দাড়িয়েছে।এ ব্যাপারে শুভ সংঘ সংগঠনটি জানতে পেলে আব্দুল্লাহ কে কাঁচামাল বিক্রি করণের একটি ভ্যানগাড়ি ও নগদ কিছু অর্থ দিয়ে সহযোগিতার হাতি বাড়িয়ে দিয়েছে সংগঠনটি।
এসময় উপস্তিত ছিলেন মোছাঃ ইরা হক সভাপতি,শুভ সংঘ রংপুর জেলা শাখা,মোছাঃ রোকসানা খাতুন সহসভাপতি,আলপনা রিতু সাধারণ সম্পাদক,গংগাচড়া উপজেলা শাখা,মোঃ আসাদুজ্জামান সাদেকুল,উপদেষ্টা গংগাচড়া উপজেলা শাখা।আরো ছিলেন মিশন কুমার, জেমস, সোহাগ দাস,হাসান আলি ইমু,সোহেল তানভীর, জেনিয়ারা এলিসহ অন্যান্য সকল সদস্য।
এসময় শুভ সংঘের গংগাচড়া উপজেলা উপদেষ্টা আসাদুজ্জামান সাদেকুল বলেন কালের কন্ঠ শুভ সংঘ সবসময় জনসেবায় নিয়োজিত থাকে।শুভ কাজে সবার পাশে থাকে।আর আমরা আমাদের কার্যক্রম সকলের সহযোগিতার মধ্য দিয়ে করে থাকি।