যশোর শার্শা সীমান্তে ১৭টি স্বর্ণের বারসহ পাচারকারী ১জন আটক।
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে ১কেজি ৯৮৫গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন(৪৪)নামে এক পাচারকারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।আটককৃত মোনতাজ পুটখালী গ্রামের মৃত দ্বীন মোহাম্মাদের ছেলে।খুলনা-২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে.কর্নেল তানভির রহমান পিএসসি জানান,সকালের দিকে শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে প্রবেশ করবে জানতে পেরে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ঐ এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একজন স্বর্ন পাচারকারীকে গ্রেফতার করে।আটককৃতের শরীরে সুকৌশলে লুকিয়ে রাখা ১৭পিস স্বর্ণেরবার জব্দ করে।যাহার ওজন ১কেজি ৯৮৫ গ্রাম মূল্য প্রায় ২কোটি টাকার মতন।তিনি বলেন স্বর্ণের বারসহ আটক আসামী মোনতাজকে শার্শা থানায় সোপার্দ করে।
সিনিয়র স্টাফ রিপোর্টার।