বেনাপোলে আড়াই কোটি টাকার স্বর্ণসহ আশিকুর রহমান আটক।
যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২কোটি ৫৩লক্ষ”টাকার ০৩কেজি ৪৯৮গ্রাম ওজনের ৩০পিচ স্বর্ণের বারসহ আশিকুর রহমান(৩২)নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা।
শনিবার ১০সেপ্টেম্বর-২০২২ইং সকাল ৯ঘটিকার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজার থেকে সীমান্তের দিকে আসার সময় তাকে আটক করা হয়।
পাচারকারী আশিকুর রহমান বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে,২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল তানভীর রহমান জানান,বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- “বিজিবির গোয়েন্দা বিএসবির দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে ২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান বিশেষ একটি দল নিয়ে বালুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারী আশিকুর রহমানকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ত্রিশ টি স্বর্ণবার জব্দ করা হয়।
যার ওজন ০৩কেজি ৪৯৮গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২কোটি ৫৩লক্ষ টাকা।এ নিয়ে গত ছয় মাসে ১৭কেজি ৫৭৪ গ্রাম স্বর্ন আটক করেছে ২১-বিজিবি ব্যাটালিয়ন।যাহার সিজার মুল্য প্রায় ১২কোটি টাকা।
উদ্ধারকৃত স্বর্ণসহ আটক পাচারকারী আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি এ কর্মকর্তা।