যশোরের কেশবপুরে “তামাক নয় খাদ্য ফলান”এই প্রতিবাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ পালিত হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ৩১মে-২০২৩ইং সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন-এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলমগীর,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার,উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, কেশবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক জয় ব্যানার্জী,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম,উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।