মোংলায় ৬ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক
ভ্যান শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বাস বন্ধ করেছিলেন মোংলার বাসচালক ও শ্রমিকরা।উভয়পক্ষের মধ্যে আলোচনা শেষে সাড়ে ছয় ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
জানা গেছে,২নভেম্বর-২০২২ইং রোজ বুধবার সকাল ৮টার দিকে মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে একটি বাস একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা লাগে।ভ্যানটির চাকা ক্ষতিগ্রস্ত হয়।
এসময় ভ্যানচালক মমিন ও তার সহযোগী নুরুল হক বাসচালক প্রশান্তকে মারধর ও গাড়ির গ্লাস ভাঙচুর করে।এই নিয়ে বাসচালক ও হেলপার এবং ভ্যানচালক-শ্রমিকদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।তারপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।এদিকে এ ঘটনার সঙ্গে সঙ্গে মালিক সমিতির নির্দেশে সকাল ৮টায় বাস চলাচল বন্ধ করে দেয় চালক-হেলপাররা।আজ দুপুর ২ঃ৩০মিনিট পর্যন্ত মোংলা থেকে বাস চলাচল বন্ধ থাকে।স্থানীয় প্রশাসন এ ঘটনার বিচারের জন্য শনিবার দিন ধার্য করলে ২ঃ৩০মিনিটের পরপর বাস চলাচল শুরু হয়।
শনিবারের বৈঠকে বাস মালিক সমিতি,রিকশা-ভ্যান সমিতি, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থাকবেন।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,বাস ও ভ্যানচালকের দ্বন্দ্বের বিষয়টি নিষ্পত্তির জন্য শনিবারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসার সিদ্ধান্ত হয়।উভয়পক্ষ বিষয়টি মেনে নিলে দুপুরের দিকে মহাসড়কে বাস চলাচল শুরু হয় বলে জানা যায়।