মুন্সীগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধীদপ্তরাধীন সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় আব্দুল্লাহপুর রুবাল পাইপড ওয়াটার স্কীম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।জেলার টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউপি প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক,জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাহিদ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকোশলী হুমায়ূন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান এ্যাড নাছিমা আক্তার,আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম।
আরও উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন,সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তার খান,উপজেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান দিয়ুক মাঝি,উপজেলা আওয়ামী লীগের নেতা এ্যাড সেন্টু মিয়া,মোশারফ হোসেন,মহসিন দেওয়ান লিটন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবর আলী,সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন,সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, আব্দুল্লাহ্পুর পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার মোল্লা প্রমুখ।