মুন্সীগঞ্জের লৌহজংয়ে বর্ষাকালে দক্ষিণ সিংহেরহাটি বাসীকে আর কাঁদার মধ্যে হেঁটে আর পিছলিয়ে হাত বা পা ভাঙতে হবেনা।এলাকাবাসীর অবশেষে প্রতিক্ষার প্রহরের পরিসমাপ্তি ঘটছে। এখন থেকে দক্ষিণ সিংহেরহাটিবাসী নির্বিঘ্নে পৌঁছতে পারবে যার যার বাড়িতে।জানা গেছে,গ্রামীণ ব্যাংকের দক্ষিণ দিক হতে নদীর পাড় পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা করার এলাকাবাসী দাবির প্রেক্ষিতে জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য আওয়ামীলীগ নেতা উক্ত গ্রামের কৃতি সন্তান জনাব হাজী মোহাম্মদ মেহেদী হাসান বেপারী এলাকাবাসীদের পূর্বে ওয়াদা দিয়েছিলেন বিধায় সেই অনুযায়ী বরাদ্দ করেছিলেন।
বর্তমানে সে কাঁচা রাস্তাটি পাকা করার কাজ চলমান।উল্লেখ যে,কাঁচা রাস্তাটিও তার মাধ্যমে তার সহযোগীতায় করা হয়েছিল।আরেকটি রাস্তাও বরাদ্দ দেওয়া আছে।ফার্নিচার দোকানের দক্ষিণ পাশ হতে পশ্চিম দিকে।এলাকাবাসী হাজী মোঃ মেহেদী হাসানের জন্য দোয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।