মুন্সীগঞ্জের লৌহজংয়ে হলদিয়া জাগরনী সংঘের ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া জাগরণী সংঘের উদ্যোগে শহিদুল ইসলাম বেপারী স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হলদিয়া লিটল স্টার চ্যাম্পিয়ন হয়েছে।
২৪নভেম্বর-২০২২ইং রোজ বৃহস্পতিবার বিকালে সংগঠনের মাঠে হলদিয়া লিটল স্টার রৌদ্র একাদশকে ১-০ গোলে পরাজিত করে।এদিন অসংখ্য ফুটবলপ্রেমী খেলা দেখতে আসেন।মাঠে জায়গা না পেয়ে আশপাশের ভবনের ছাদে উঠে দর্শকেরা খেলা উপভোগ করেন।পরে সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি বিজয়ী দল ও বিজিত দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। পরে সংসদ সদস্য হলদিয়া জাগরণী সংঘের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মনুজ খান,সাধারণ সম্পাদক বিএম শোয়েব,হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম খান, শিল্পপতি সামসুল হক বেপারী প্রমুখ।