মুন্সীগঞ্জের লৌহজংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কুমারভোগের খান জেনারেল হাসপাতালে ৫ শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।সহযোগী অধ্যাপক ডা. কাজী নজরুল ইসলাম ও ঢাকার ডেল্টা হেলথ কেয়ার যাত্রাবাড়ী শাখার উদ্যোগে জন চিকিৎসক বিভিন্ন রোগের চিকিৎসা দেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন লৌহজং শাখার সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় মূল বক্তব্য দেন অধ্যাপক ডা. কাজী নজরুল ইসলাম।এছাড়া বক্তব্য রাখেন ডেল্টা হেলথ কেয়ারের এজিএম এস এম সুলতান আহমেদ, খান জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো. আইউব খান, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল হাসেম খান, এ সি আই ফার্মাসিউটিক্যালসের অ্যারিয়া ম্যানেজার মো. হযরত আলী, কুমারভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হাওলাদার, কেমিস্ট-ড্রাগিস্টদের মধ্যে মো. আব্দুর রহিম বেপারী, মো. বাবুল বাতেন, মো. গোলাম মোস্তফা, এম এ মুকুল প্রমুখ।