মুন্সীগঞ্জের লৌহজংয়ে দূরান্ত টিভির সাংবাদিক অসুস্থ,তিনি মুন্সীগঞ্জের লৌহজংয়ে নকী টিভি,জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক অপরাজয় বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক আ স ম আবু তালেব পেটের পীড়া জনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন।জানা যায়,আজ ৮ডিসেম্বর-২০২২ইং রোজ শক্রবার সকালে ফজর নামাজের অজু করতে গেলে তার বমি হয়।নামাজ শেষে পেট ব্যাথা শুরু হলে তিনি ল্যাট্রিনে গিয়ে ঘরে ফেরার চেষ্টা করেন।হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যাওয়ার সময় তার পরিবারের লোকজন ধরে ঘরে নেন।বাড়িতেই সাংবাদিক আ স ম আবু তালেবের চিকিৎসা চলছে।দ্রুত সুস্থ হওয়ার জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।
দুরান্ত টিভি”র পক্ষ হতে দুরান্ত টিভির প্রতিনিধি আ স ম আবু তালেব অসুস্থতাজনিত অবস্থার জন্য আল্লাহর নিকট সুস্থতা কামনা করেছেন।