মুন্সীগঞ্জের লৌহজংস্থ হাটবাজার ও পাড়া-মহল্লায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। হলদিয়া, কনকসার,বেজগাও, মালির অংক,বৌলতলী, নওপাড়া বাজার, মাইজগাও বাজারসহ বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত সবচেয়ে বেশি।
গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, মাইজগাও বাজার ও মাইজগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বেওয়ারিশ কুকুরের দল এদিক-ওদিক ঘুরছে।কুকুরের আতঙ্কে পথচারীরা নির্ভয়ে চলাচল করতে পারছে না।
১০-১২টি কুকুর আনাগোনা করে।যেকোনো সময় কামড়াতে পারে, এ আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীদের মধ্যে।মাইজগাও এর বাসিন্দা ফারজানা আক্তার বলেন তাঁর ছেলে ও মেয়ে কে প্রতিদিন স্কুলে দিয়ে ও নিয়ে আসতে হয়। রাস্তার পাশে সারা দিনই ১৫ থেকে ২০টি বেওয়ারিশ কুকুর ছোটাছুটি করে।কুকুরের কামড়ের আতংকে হাতে লাঠি নিয়ে হাঁটতে হয়।লৌহজং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আক্তার বলেন, ‘স্কুলের সামনে প্রায়ই ১০-১২টি কুকুর ঘোরাঘুরি করে।স্কুলের দরজা থেকে বের হলেই চিৎকার করে।কুকুরের উৎপাতে স্কুল থেকে বের হতে ভয় লাগে।’