মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে ২০১৮ সালে শ্রেষ্ঠ শিক্ষক, ২০১৭ সালে পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক ও ২০২২ সালে মাধ্যমিক পর্যায়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-সম্মাননা পেয়েছেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষক কাজী রুনা,রোকসানা পারভীন ও লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মোঃ হালিমুজ্জামান পুরস্কৃত হন।গত শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন “বিশ্বভরা প্রান” এর পঞ্চম জাতীয় সম্মেলনে তাঁদেরকে এ সম্মাননা প্রদান করা হয়।রাজধানী ঢাকার পিটিআইতে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বভরা প্রানের আন্তর্জাতিক কমিটির সভাপতি জাহান বশিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াংকা গ্রুপের চেয়ারম্যান সাইদুর রহমান সজল,গাজিপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন,ঢাকা পিটিআই এর সুপারিনটেনডেন্ট মো:কামরুজ্জামান,বিশ্বভরা প্রানের বাংলাদেশ জাতীয় কমিটির সাধারণ সম্পাদক ড.আব্দুর রহিম প্রমুখ।