মুন্সীগঞ্জের বেকারত্ব লাঘব ঘটাচ্ছে ডিএক্সএন ইন্টারন্যাশনাল গ্লোবাল বিজনেস।সারা বাংলাদেশের ন্যায় মুন্সীগঞ্জের সচেতন লোকজন দিন দিন সম্পৃক্ত হচ্ছে ডিএক্সএন ইন্টারন্যাশনাল গ্লোবাল বিজনেসে।এতে বেকারদের বেকারত্বের অবসান ঘটছে ও অন্যান্য চাকুরী বা ব্যবসার পাশাপাশি অবসর সময়ে আরেকটি ব্যবসায় বাড়তি আয়ের সুযোগ পেল।
এম এল এম জামানত বিহীন এ ব্যবসাটি অন লাইনের মাধ্যমে, টিম গঠনের মাধ্যমে ও মাল ক্রয় -বিক্রয়ের মাধ্যমে অনায়াসে করা যায় বলে জানা গেছে। ডিএক্সএনের বিজনেস পার্টনার আব্দুর রহমান আজাদ আমাদের প্রতিনিধিকে জানান, মাশরুম দিয়ে তৈরী খুবই উপকারী এ পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় আমরা এখন আর সহসা পণ্য হাতে পাচ্ছি না।
কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি থাকবে যথা সম্ভব মালয়েশিয়ায় উৎপাদিত মানসম্মত পণ্যগুলো মালয়েশিয়া থেকে আমদানি করে আমাদের হাতে পৌঁছে দেওয়া হোক।