মুন্সীগঞ্জের গজারিয়ায় ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ জনৈক মাদক ব্যবসায়ী পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছে।জানা যায়, ১৭নভেম্বর শনিবার সকাল ১০:৪৫ মিনিটে গজারিয়া থানার এসআই(নিঃ)/মোহাম্মদ নুরুল হুদা ভূইয়া সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/মোঃ হযরত আলী ও ফোর্সসহ গজারিয়া থানাধীন ভবেরচর ইউনিয়নের অর্ন্তগত ভবেরচর(সরকার বাড়ী)নিকটস্থ ধৃত আসামী মোঃ রাসেল সরকার (৩৬)এর বসত বাড়ীর সমনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী ১। (CJFAQ)মোঃ রাসেল সরকার(৩৭),পিতা-শফিক সরকার গ্রাম-ভবেরচর, থানা-গজারিয়া,জেলা-মুন্সিগঞ্জকে ১০৭(একশত সাত) পিস ইয়াবা ট্যাবলেট,যাহার মূল্য আনুমানিক ৩২,১০০/-(বত্রিশ হাজার একশত)টাকাসহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।