রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের না বালক এক হিন্দু ছেলেকে জোড় পূর্বক ধর্মান্তরিত করেছে বলে জানা যায় । ছেলেটির নামঃ শ্রী রিপন চন্দ্র(১৭),পিতাঃশ্রী সেদু রাম চন্দ্র, মাতাঃ শ্রী মতি, চম্পা রানী থানাঃ মিঠাপুকুর গ্রামঃছড়ান।এক মেয়ে রিপনকে দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে যার নাম মোছাঃ সাদিয়া আফরিন(১৭),পিতাঃআনোয়ারুল হক বকুল,মাতাঃমোস্তাওহিনুর খাতুন গ্রামঃকেশবপুর থানাঃ মিঠাপুকুর।এবং এরই এক পর্যায়ে ছেলেকে রাস্তায় আটক করে এবং তার প্রস্তাবে রাজী হবার জন্য পিড়াপিড়ি করতে থাকে এবং তার বাবাসহ তাকে এক অজ্ঞাত জায়গায় ৩দিন আটক করে রাখে এবং ছেলেটিকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দিতে থাকে,যদি সে মেয়েকে বিয়া ও ইসলাম ধর্ম গ্রহণ না করে তবে তাকে হত্যা ও গুম করে তার বাড়িঘড় জ্বালিয়ে দেবে ও তার বাবা,মা,ভাইদের হত্যা করবে বলে হুমকি দিয়ে চাপ সৃষ্টি ও প্রচুর মারধর করে তাকে ইসলাম কবুল করাতে বাধ্য করে।
তারপর মেয়ের পরিবার ছেলের পরিবারকে ভয়ভীতি ও হত্যার,বাড়ি ঘর পোড়ানোর হুমকি দেখিয়ে ছেলেটিকে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করার জন্য মেয়ে ও তার পরিবার একটি নাটক সাজায়।মেয়েটি হিন্দু ধর্ম গ্রহণ করবে এই কথা বলে মেয়ের পরিবার গং সহকারে মাইক্রোতে করে ছেলটিকে নিয়ে রংপুর কোর্টে আসে।সেখানে এসে মেয়ে ও তার পরিবার ও দলবলে সহায়তায় উল্টো ছেলেটিকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাপ দেয় এবং হিন্দু থেকে ইসলামে ধর্মান্তরিত হওয়ার জন্য ৬ কপি ফাঁকা স্টাম্পে এফিডেভিড কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে।রংপুর নোটারী পাবলিক জোড় পূর্বক ধর্মান্তরিতকরণ রেজিষ্টেশন নং (৭৩১০) ০৫/১২/২২ এবং জোড় পূর্বক বিবাহ এফিডেভিড রেজিষ্ট্রেশন নং(৭৩২০) ০৫/১২/২২। । এ ঘটনায় রংপুর জজকোর্ট এলাকায় অদ্য ০৫/১২/২২ তারিখে (সোমবার) বিকেলে গেলে ছেলে নিজে বলেন মেয়ে পক্ষের লোকজন জোর করে নিয়ে আসে আমায় এবং জোরপূর্বক আমাকে ধর্মান্তরিত করতে বাধ্য করে।এ বিষয়ে ছেলের পরিবারকে মুঠোফোনে ফোন করলে ছেলের ভাই বলেন আমরা অনেক গরীব।আমরা দিন আনি দিন খাই আমাদের কোনো কিছু করার ক্ষমতা নাই। আমরা যদি এ ব্যাপারে কিছু বলতে যাই তাহলে তারা ওল্টো আমাদের প্রতি ভয়ভীতি দেখিয়ে থামিয়ে রাখে। তাই আমরা কোন আইনি পদক্ষেপ নিতে পারি নাই।যদি পারেন আপনারা আমার ভাইকে বাঁচান।