হবিগঞ্জের মাধবপুরে পুলিশের অভিযানে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।রবিবার(১৩ নভেম্বর)সন্ধ্যায় মাধবপুর থানা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তি বিষয় টি নিশ্চিত করেন। পুলিশ সুত্রে জানা যায় গত(০৩ নভেম্বর)রাত্রীকালীন ছাতিয়াইন বিশ্বনাথ হাই-স্কুল এন্ড কলেজ মাঠে ওয়াজ মাহফিল চলাকালে ছাতিয়াইন বাজারস্থ পিইয়াম গামী রাস্তা সংলগ্ন ব্রীজের নিকট হতে আসামী শিমুলসহ আরো ১০/১৫জন দুষ্কৃতিকারী ধারালো ছুরি দ্বারা আঘাত করে খুন করে অতিকুল ইসলাম মিশু(১৮)কে।
পরবর্তীতে উক্ত বিষয়ে মাধবপুর থানার মামলা দায় করেন।(০৬ নভেম্বর) মাধবপুর থানার মামলা দায় করা হয় ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৩/৩২৬/৩০২/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়।এই ঘটনার পর হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয়ের দিক নির্দেশনায় একদল টিম মাধবপুর থানার তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)মানিক কুমার সাহা সহ এসআই (নিঃ)রাজীব রায়, এএসআই(নিঃ) জাহাঙ্গীর আলম নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশের সহায়তায় মামলার প্রধান আসামী হলেন হরিতলা গ্রামের সফিক মিয়া পুত্র শিমুল মিয়া(২০),হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা দক্ষিণ সাংগর এলাকা থেকে ভোর বেলায় তাকে গ্রেফতার করে নিয়েন আসেন।তারপর তাকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।ঘটনায় সাথে যারা জড়িত আছেন এবং অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত আছে।