মাদারীপুর শিবচরে ১৬ বছরের এক ছাত্রকে শারীরিক নির্যাতন করে অজ্ঞান অবস্থায় রেখে পালিয়েছে প্রতিপক্ষ।মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলেপুর গ্রামে আশরাফ শেখ ছেলে
মোঃ সম্রাট নামে(১৬)বছরের এক ছাত্রকে রাস্তায় একা পেয়ে পূর্বের শত্রুতা জের ধরে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মারতে থাকে একিই গ্রামের আব্দুল হাই লপ্তী এমন অভিযোগ করেছেন মোঃ সম্রাটের পরিবার।
ঘটনার সূত্রে জানা যায় ৭-অক্টোবর-২০২২ইং রোজ শক্রবার নুমানিক সকাল-১০ সময় মোঃ সম্রাট নামে (১৬)বছরের এক ছাত্রকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে রাস্তায় একা পেয়ে,হকি স্টীক,লোহার রড ও লাঠিসোটা,দিয়ে পিটিয়ে আহত করেন,জীবন বাঁচাতে দোড়ে বাড়ির পিছনে বিল চকের বিতর গেলে সেখানে প্রতিপক্ষরা সম্রাটকে আবারো শারীরিক নির্যাতন শুরু করে এক পর্যায়ে বাড়ির পিছনে পুকুরের পানিতে সম্রাটকে চোবাতে থাকে এমন সময় স্থানীয়রা দেখে চিৎকার দিলে সম্রাটকে অজ্ঞান অবস্থায় রেখে পালিয়ে যায় প্রতিপক্ষ আব্দুল হাই লপ্তী,খলিল লপ্তী,জিয়া লপ্তীসহ ৮-১০ জন।স্থানীয়রা সম্রাটকে আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাজমুল ইসলাম জানান সম্রাট নামের একজনকে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসে এমতাবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে চিকিৎসা দেওয়া হয়।এ সময় রোগীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে রোগীর অবস্থা জরুরী হওয়াতে হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এবিষয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
নিউজ পোর্টাল কোন প্রকার দায়বন্ধ নয়।