মাদারীপুরে সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারীর সরকারি ডিলারশীপ বাতিলের দাবিতে কৃষকদের স্মারকলিপি প্রদান।
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলারশীপ জগদীশ কুন্ডু ট্রেডার্স এর মালিক মহাদেব কুন্ডু অবৈধভাবে গুদামে সার মজুদ করে রেখে সারের কৃত্রিম সংকট করে বেশি দামে সার বিক্রির জন্য সার ব্যবস্থাপনা আইনে ৩০হাজার টাকা অর্থদন্ডসহ ১৫দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মাঈনুদ্দিন।মহাদেব কুন্ডুর সরকারি ডিলারশীপ বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে মস্তফাপুর ইউনিয়নের কৃষকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রথমে মানববন্ধন করেন।মানববন্ধন শেষে জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোজাম মীর,কামরুল হোসেন,আবুল হাওলাদার,সাইদুল হাওলাদার,সুমন পাটোয়ারী,ইসরাফিল হাওলাদার,সেলিম হাওলাদার প্রমুখ।
মানববন্ধনে শেষে বক্তরা বলেন,মস্তফাপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলারশীপ জগদীশ কুন্ডু ট্রেডার্স এর মালিক মহাদেব কুন্ডু অসাধু ও লোভী ব্যবসায়ী।অবৈধভাবে গুদামে সার মজুদ করে রেখে সারের কৃত্রিম সংকট করে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করে আসছিল।এ খবর জানতে পেরে গত সোমবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাঈনুদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানের সময় ওই গুদামে অবৈধ ভাবে ৮শ ২৭বস্তা ইউরিয়া,ডিএসপি ও পটাশ সার মজুদ করে রেখেছিল মহাদেব কুন্ডু।সেই অবৈধ সার মজুদের অভিযোগে ওই ব্যাবসায়ীকে সার ব্যবস্থাপনা আইনে ৩০হাজার টাকা অর্থদন্ডসহ ১৫দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেন।দন্ডপ্রাপ্ত মহাদেব কুন্ডুর সরকারি ডিলারশীপ বাতিল করা হোক।