এগিয়ে চলার প্রত্যয়, সততা ও সুসাংবাদিকতায়’ এই স্লোগানে সামনে রেখে “ঢাকা প্রকাশ”দেশের শীর্ষ ও জনপ্রিয় অনলাইন গণমাধ্যমের ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে, মাদারীপুর।বৃহস্পতিবার সকাল ১১টায় মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে “ঢাকা প্রকাশ” ১ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা প্রকাশ এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনউদ্দিন,বিজয়ের মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এসময় বলেন,আজকের সমাজে আমরা যত বিচ্যুতি বা সমস্যা দেখছি সবকিছুর মূলই হচ্ছে মানুষ।মানুষ চাইলে সব কিছু করতে পারে।
মাটি ও মানুষ দিয়ে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।এজন্য মানুষের মধ্যে পরিবর্তন,মানুষিক মূল্যবোধ থাকতে হবে।আমরা ২০৪১ সালের যে স্বপ্ন দেখছি উন্নত দেশ গড়ে তুলতে হলে আগে তৈরি করতে হবে সোনার মানুষ।সোনার মানুষ ছাড়া সোনার বাংলার উন্নতি হবে না।উন্নতির সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যাবে মানুষের মানবিক উন্নয়ন।তিনি আরও বলেন,সারা দুনিয়ায় আধুনিক উন্নয়নের যে সংজ্ঞা সে সংজ্ঞায় তিনটি বিষয়ের কথা বলা হয়েছে ১.আত্মনির্ভরশীল,২.সম্মানজনক কর্ম,৩.আত্মমর্যাদা।ঢাকা প্রকাশের,মাদারীপুর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেল সহকারী পুলিশ সুপার আলাউল,পৌরসভার প্যানেল মেয়র সাইদুল বাশার টফি,কাউন্সিলর আব্দুল হাই বেপারী, কাওছার হাওলাদার।
অনুষ্ঠানে দেশ রূপান্তর, বাংলা টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি,ও মৈত্রী মিডিয়া সেন্টারের সহ-সভাপতি সাংবাদিক মেহেদী হাসান সোহাগের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদল,সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হাসান,জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ,সাধারণ সম্পাদক এম.আর মর্তুজা, দৈনিক আমাদের সময় মাদারীপুর জেলা প্রতিনিধি ও মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির সভাপতি মোঃ শফিক স্বপন, ফাল্গুনী টিভি,দৈনিক আজকের দর্পণ এর মাদারীপুর নিজস্ব প্রতিবেদক ও মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির সহ-সভাপতি মীর এম ইমরানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।