মাদারীপুর জেলার শিবচর উপজেলা কুতুবপুর ইউনিয়নের ফাজিল মোল্লাকান্দি অবৈধ আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে।বিভিন্ন স্থানে বিক্রি করছে এক বালু ব্যবসায়ী।এতে ফাজিল মোল্লার কান্দিতে সরকারিভাবে নির্মিত জনসাধারণের চলাচলের জন্য ইটের সলিংসহ রাস্তা কেটে নিয়েছে ঐ অবৈধ বালু ব্যবসায়ী মোঃ আবুল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েক মাস যাবৎ মোঃ আবুল হোসেন হাওলাদার একটা আত্মঘাতী ড্রেজার দ্বারা বাল্লু উত্তোলন করে বিক্রি করছে,ফাজিল মোল্লার কান্দি নদী থেকে অবৈধ ড্রেজার দ্বারা বালু উত্তোলন করে।বিভিন্ন স্থানে বিক্রি করার কারণে ঐ নদীতে বালুর সংকট দেখা দিলে আত্মঘাতী ড্রেজারের পাইপ নদীর পাশের রাস্তার দিকে ব্যবহার করলে তখনই পাশের বালু কাটার কারনে রাস্তাটি ভেঙে যাচ্ছে।শুধু তাই নয় ঐ আত্মঘাতিক ড্রেজারের পাইপ কারপিটিং করা বড় রাস্তার নিচ দিয়ে বোরিং করে পাইপ ব্যবহার করছে।যেমন রাস্তায় ঝুঁকিপূর্ণ হচ্ছে তেমনি নদীর পাশে রাস্তা ও বাড়ি রয়েছে ঝুঁকির মুখে এমতস্থায় দেখা গেছে ফাজিল মোল্লার কান্দি থেকে ইটের সোলিং করা একটি রাস্তা অবৈধ আত্মঘাতিক ড্রেজার দ্বারা বালু উত্তোলনের কারণে ভেঙে পড়ছে।
ফাজিল মোল্লার কান্দির এক বাসিন্দা বলে আত্মঘাতিক ড্রেজারের দ্বারা বালু উত্তোলনের কারণে ভেঙে পড়ছে আমাদের চলাচলের রাস্তা,এরপর ভাঙ্গবে আমাদের বসতঘর তারপর আমাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবে কে দেখবে।
যদি আত্মঘাতিক বালু কাটা ড্রেজারের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই আরো ভাঙনের মুখে পড়তে পারে।এলাকাবাসীর বসতঘর এতে করে স্থানীয়রা রয়েছে ঝুঁকি মধ্যে রয়েছে।এলাকাবাসীর দাবি অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে এই অবৈধ বালি ব্যবসায়ীদের দৃষ্টান্ত মুলক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আহব্বান করেন।