দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া, মাহমুদপুর ও পুটিমারা ইউনিয়নের ৬৯টি মসজিদের বিভিন্ন উন্নয়নের জন্য নগদ ৫৬ লাখ টাকা বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ভাদুরিয়া আওয়ামীলীগের আয়োজনে এই টাকা বিতরণ হয়।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন,নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারের যে হাট রয়েছে সেই হাটটি বাজারের মসজিদের নামে ইজারা দেওয়া হয়েছে।সেখান থেকে যে টাকা উত্তোলন করা হয়ে সেই সব টাকা আজকে স্থানীয় কয়েকটি গ্রামের মসজিদের উন্নয়নের কাজের বিতরণ করা হলো।এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক হোসেন,ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ, থানা তদন্ত(ওসি)মনিরুজ্জামান ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।