মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বিহড়ায় সরকারি জায়গা দখলের চেষ্টা।
টিপু সুলতান বিশেষ প্রতিনিধি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন একুশ শতক জায়গা জোর পূর্বক দখলের জন্য প্রায় বিশ হাজার টাকা মূল্যের গাছগুলো কেটে, সেই গাছগুলো দিয়ে দোকান ঘর নির্মাণ করছে,মোঃএয়াকুব পিতা মৃত কেরামত আলী, গ্রাম বিহড়া,বিপুলাসার ইউনিয়ন মনোহরগঞ্জ উপজেলা। সরেজমিন পরিদর্শন করে,দেখা যায় এয়াকুব বিদ্যালয়ের মালিকানাধীন একুশ শতক জায়গা দখল করে বর্তমানে মার্কেট দোকান নির্মাণের পরিকল্পনা করছে।
এলাকাবাসী,স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলে জানা যায়,জায়গাটি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন,বর্তমানে এয়াকুব কিভাবে জায়গা দখল করছে তা আমার বোধগম্য নয়। এলাকাবাসী ও জনপ্রতিনিধি সবাই এই অবৈধভাবে দখলীয় জায়গার দখল উচ্ছেদের জন্য প্রসাশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছেন।