ভোলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বাহাউদ্দিন নাসিম এর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম এর রোগ মুক্তি কামনায় ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সর্বজন গ্রহণযোগ্য জননেতা কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম এর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল উপলক্ষে ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেনের আয়োজনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী পাপন,স্বেচ্ছাসেবকলীগ ভোলা জেলা সহ-সভাপতি শামসুল আলম শিপন,ভোলা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর নিলয়সহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ সাইফুল ইসলাম। দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ,আমরা ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তার রোগ মুক্তি কামনা করছি।