ভোলা জেলা যুবলীগ ও অন্যান্য আওয়ামী সহযোগী সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হয়েছে।
ভোলা জেলা আওয়ামী যুবলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজনে পৃথিবীর অন্যতম সফল রাষ্ট্রনায়ক,জননেত্রী মুজিব কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (২৮সেপ্টেম্বর)বিকাল ৪টায় ভোলা জেলা আওয়ামী যুবলীগের অফিস থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়,র্যালীটি ভোলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা যুবলীগ অফিসের সামনে এসে শেষ হয়।
আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ প্রত্যাশী মোস্তাক আহমেদ শাহিন,আওয়ামী যুবলীগের নেতা আমিনুল ইসলাম সংগ্রাম,মাইনুর রহমান তুহিন মোল্লা,রাজিব হাসান লিপু,এ জেড এম মনির,ওমর খৈয়াম মামুন, হাবিবুর রহমান হাবু চেয়ারম্যান,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ভোলা জেলার সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রনি,সহ-সভাপতি আমিনুল ইসলাম কচি,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নয়ন,আওয়ামী শ্রমিকলীগের ভোলা জেলা সভাপতি সিরাজুল ইসলাম,
এছাড়াও র্যালীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার সহ-সভাপতি আজিজ মেহেরাব মোল্লা,সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শান্তসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত র্যালী শেষ করে ভোলা জেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে জেলা যুবলীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়।এছাড়াও ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগ,ভোলা জেলা শ্রমিকলীগ,ভোলা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আলাদা আলাদা কেক কাটা হয়।
উল্লেখ্য,১৯৪৭সালের ২৮সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহন করেন।