পেশাগত দায়িত্ব পালন কালে বোরহানউদ্দিনে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ভোলার সাংবাদিক সমাজ।শনিবার (৩সেপ্টেম্ব)সকাল ১০টায় ভোলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত সোমবার (২৯আগস্ট) সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক ভোরের দর্পন পত্রিকার বোরহানউদ্দিন প্রতিনিধি মিজানুর রহমানের উপর হামলা করেন।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মিজানুর রহমানের উপর যারা হামলা করেছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, আর যদি তাদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে সাংবাদিক সমাজ বসে থাকবে না সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচির ঘোষণা দিবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
মানববন্ধনে সাংবাদিক মিজানুর রহমানের স্ত্রী সুমা বেগম বলেন,আমার স্বামী মিজানুর রহমান দৈনিক ভোরের দর্পণ পত্রিকা বোরহানউদ্দিন প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন,আমার স্বামী মিজানুর রহমান পক্ষিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন সরদার এর কুকর্মের নিউজ প্রকাশ করলে, আমার স্বামীর উপরে গত ২৯আগস্ট আলাউদ্দিন সরদারের ছেলে রোহান সরদার ও তার পালিত গুন্ডারা হামলা করে এতে আমার স্বামী গুরুতর আহত হন। আপনারা এর প্রতিবাদে সোচ্চার হন, না হয় কাল আবার আপনাকেও এরকম সমস্যা পোহাতে হবে।
মানববন্ধন কর্মসূচি শেষ হলে, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মোহাম্মদ ফরহাদ সর্দার আহত সাংবাদিক মিজানের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে আসেন।তিনি বলেন এ ঘটনার জেরে বোরহানউদ্দিন থানায় একটি মামলা হয়, মামলার তদন্ত কর্মকর্তা মামলা তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসবেন।