বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ- ২০২২ উদযাপন উপলক্ষে ভোলা জেলা প্রশাসক কার্যালয় ও ভোলা ঔষধ প্রশাসন এর যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার(২৪ নভেম্বর-২০২২ইং)সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়।র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।র্যালী শেষে জেলা প্রশাসক এর হল রুমে
অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী।আলোচনা সভার শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ভোলার ড্রাগ সুপার ইফ্রাহিম ইকবাল চৌধুরী।তিনি বলেন কোন কেমিস্ট যাতে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোন ঔষধ না বিক্রি করে সেদিকে সবার সচেতন থাকতে হবে এবং কোন প্রেসক্রিপশন যদি ডাক্তার এন্টিবায়োটিক লিখে বিক্রির সময় যাতে কোর্স সম্পুর্ন দেওয়া হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।কারন শুধুমাত্র রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন মোতাবেক এন্টিবায়োটিক বিক্রয়,সেবন বা গ্রহণ করতে হবে।এন্টিবায়োটিক সেবন বা গ্রহণ ক্ষেত্রে প্রেসক্রিপশনে উল্লেখিত সকল ও নির্দেশনা মেনে চলতে হবে।শারিরীকভাবে সুস্থ অনুভব করলেও পেসক্রিপশনে নির্দেশিত এন্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করতে হবে বলে জানান।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং জেলার ঔষধ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।