ভোলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।
ভোলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ফাতেমা বিবি(৩৫)নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ৪অক্টোবর-২০২২ইং রোজ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফ সহকারি প্রসিকিউটর মোঃ হাছিবুর রহমান,সহকারি উপ-পরিদর্শক মোঃ জিয়া উদ্দিন,সিপাই মোঃ রিয়াজ হোসেন ও তারিকুল ইসলামের সমন্বয়ে গঠিত রেইডিং পার্টি ভোলা সদর থানাধীন ধনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কানাইনগরের বাসিন্দা সানাউল্লাহর স্ত্রী ফাতেমা বিবির (আসামীর)নিজের বসতি ঘর ঘেরাও করে সকাল ১০টা ৪০মিনিটের সময় ঘটনাস্থল থেকে আসামি ফাতেমা বিবির(৩৫)উপস্থিতিতে তার বসতি ঘর তল্লাশী করিয়া তার নিজ শয়ন চৌকির উপর তোষকের নীচ হতে একটি সিনথেটিকের ব্যাগের ভিতরে ৭০গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষণ করার অপরাধে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আরো জানায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।