ভোলায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু।ভোলার দৌলতখান উপজেলায় খালের পানিতে পড়ে মো. জিহাদ(৩)ও কনিকা(৩)নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।তাঁরা সম্পর্কে একে-অপরের ফুফাতো ভাই-বোন।
৯অক্টোবর-২০২২ইং রোজ রবিবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে দৌলতখান উপজেলার ২নং মেদুয়া ইউনিয়নের মূল ভূখণ্ড থেকে বিছিন্ন চর নেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা ওই গ্রামের মৃত মহিউদ্দিন ও গিয়াস উদ্দিনের সন্তান।
নিহতদের পরিবার সুত্রে জানা যায়,নিহতদের বাড়ি ওই চরের একটি খালের পাশে।সকাল ১০টার দিকে নিহত জিহাদ ও কনিকা সকলের অগোচরে বাড়ি থেকে বের হয়ে অসাবধানতাবশত খালের পানিতে পড়ে ডুবে যায়। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় এক জেলে জিহাদের মরদেহ খালের পানিতে ভাসতে দেখে।তাৎক্ষণিক চারদিকে ডাক-চিৎকার শুরু হলে জিহাদের মা তাঁর(জিহাদের) মরদেহ খাল থেকে উদ্ধার করার সঙ্গে সঙ্গে একই জায়গায় ভেসে ওঠে বোন কনিকার মরদেহও।
পরে তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,এ ঘটনায় দৌলতখান থানার উপ-পরিদর্শক(এসআই)আবু হানিফকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশু দুইটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।