আজ ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(৩রা নভেম্বর)বিকাল ৪ টায় শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্ট এর হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ আওয়ামী লীগ ভোলা জেলা শাখার সাবেক আইন বিষয়ক উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।ভোলা জেলা আওয়ামী লীগ বক্তব্য রাখেন ভোলা জেলা বঙ্গবন্ধু পেশাজীবি লীগের আহ্বায়ক সহিদুল ইসলাম তালুকদার, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল আহমেদ, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক আকতার হোসেন। ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ তরিকুল ইসলাম রনি সঞ্চালনা।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামসুল আলম শিপন,বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার সহ-সভাপতি রাশেদুজ্জামান হ্যাভেন ভোলা জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর বাংলাদেশকে পুরোপুরিভাবে মেধাশুন্য করতে স্বাধীনতা বিরোধী চক্ররা ৩রা নভেম্বর জেলের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।
বক্তারা আরো বলেন, ৭৫ এর পরাজিত শক্তিরা আবারো একত্রিত হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ বিরোধী ষড়যেন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার জন্য সকল নেতাকর্মীকে আহ্বান জানানো হয়।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।