ইউনিসেফ ও হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র উদ্যোগে ভোলায় শিশুদের দু’দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ নভেম্বর) ভোলা জেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কর্মশালার সমন্বয়কারী দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের ভোলা এর সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন,ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, হ্যালোর শিশু সাংবাদিক মহিমা অহনার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপকূল সাংবাদিক হিসেবে খ্যাত দেশ টিভির জেলা প্রতিনিধি ছোটন সাহা।
উল্লেখ্য, কর্মশালায় ভোলা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করেছে। কর্মশালায় শিশু অধিকার,শিশু আইন,সংবাদ লেখা, সাক্ষাতকার নেয়ার কৌশলসহ শিশুদের সাংবাদিকতার প্রতিবন্ধকতা এবং এর থেকে উত্তোরনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।