খালের পানিতে গোসল করতে নেমে মোঃ হানিফ চৌকিদার(৬৫)নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে।মঙ্গলবার ৯ মে-২০২৩ইং দুপুর ১২টার দিকে পৌর ৯নং ওয়ার্ডের জমদ্দার বাড়ী সংলগ্ন বোরহানউদ্দিন খালে এ ঘটনা ঘটে।সে দেউলা ইউনিয়নের মৃত আকরাম আলী চৌকিদারের ছেলে।নিখোঁজ হানিফ চৌকিদারের পুত্র বধূ খাদিজা বেগম জানায়,দুপুর ১২ টার দিকে হানিফ চৌকিদার ও ওই বাড়ী এক ব্যক্তি খালে গোসল করতে যান।দুজন একসাথে গোসলের সময় সাথে থাকা ব্যক্তি উপড়ে উঠে গায়ের পানি ঝড়াচ্ছিলেন এসময় তিনি তাকে পানিতে ডুব দিতে দেখেন।কিন্তু দীর্ঘক্ষন পর্যন্ত ডুব দিয়ে না উঠায় সে বুঝতে পারে পানিতে ডুবে গেছে ৷ পরে তার পরিবারকে বললে তারা এসে তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন।বোরহানউদ্দিন উপজেলা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিক আমিসহ আমাদের উদ্ধারকারী টিম নিয়ে ঘটনা স্থলে যাই এবং বরিশাল থেকে আমাদের ডুবুরী টিম আসলে বিকাল ৪টা থেকে এখন পর্যন্ত তাকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি।এখনো তার সন্ধান মিলেনি।বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মনির হোসেন মিয়া ঘটনা সততা নিশ্চিত করে বলেন, তাকে উদ্ধারে থানা পুলিশের একটি টিম ফায়ার সার্ভিসের সাথে কাজ করে যাচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি