বৃক্ষরোপনের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য সকলকে অনুপ্রাণিত করতে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা: ইলিয়াস হোসেন মাঝি।
বৃক্ষরোপনের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য সকলকে অনুপ্রাণিত করতে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা, কথাগুলো বলছিলেন নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি।তিনি আরো বলেন আমরা চেষ্টা করছি সমাজের প্রত্যেক স্তরের প্রতিটি মানুষকে অনুপ্রাণিত করে অন্তত একটি করে বৃক্ষ রোপন করবে এর মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে।আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজে প্রকৃতিকে নানাভাবে ব্যবহার করছি কিন্তু কখনই প্রকৃতির ভারসাম্যর গুরুত্ব দেই না। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জনজীবনে যেভাবে বিপর্যস্ত হচ্ছে তা রুখতে বৃক্ষরোপনের কোন বিকল্প নাই।তাই আসুন সবাই মিলে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষরোপণ করি।
পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নাগরিক কেন্দ্রের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আজ ৪ঠা সেপ্টেম্বর সমাপনী হয়েছে। উক্ত কর্মসূচিতে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝির সভাপতিিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের সাবেক হুইপ এম নাজিম উদ্দিন আল আজাদ।উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অনন্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন দাউদপুর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক মুজিবুর রহমান ডাকুয়া রাজারকাঠি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কাজল কৃষ্ণ রায়, দক্ষিণ রাজারকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি মাস্টার মোস্তফা কামাল সাবেক ইউপি সদস্য রহিমা বেগম(মায়া)নেছারাবাদ সরকারি কর্মচারী ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক আকরাম হোসেন,নাগরিক কেন্দ্রের যুগ্মসাধারণ সম্পাদক ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন,শিক্ষক ইসরাত জাহান শিক্ষক লায়লা আক্তার প্রমূখ।