রিপোর্টঃ শরীয়তপুর প্রতিনিধি-শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতে বসেও ইসলাম বিরোধী প্রচার চালাচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মাইজপাড়া গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৯)। বর্তমানে সে ফ্রান্সে বসেও ইসলাম বিরোধী নানা রকম প্রচার-প্রচারনা চালাচ্ছে তার নিজস্ব ফেইসবুক আইডিসহ বিভিন্ন পেইজ সৃজন করে।দেশে থাকতেও মোঃ সাব্বির হোসেন এলাকায় বসে ইসলাম সম্পর্কে নানা রকম কটুক্তি করে ও ফেইসবুকের মাধ্যমে ইসলাম সম্পর্কে নানা রকম অপপ্রচার চালায়।এ নিয়ে স্থানীয় আলেম ওলামাগণ মোঃ সাব্বির হোসেনের বিচার চেয়ে এলাকায় মিটিং,মিছিল, সভা, সমাবেশ করেছে।তারা ইসলাম সম্পর্কে অপ প্রচারের অভিযোগে মোঃ সাব্বির হোসেনের কঠোর বিচার দাবি করে।স্থানীয় আলেম ওলামারা স্থানীয় নানা পুলিশের কাছেও এ বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগ দায়ের করেন। এক পর্যায়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও আলেম ওলামাদের চাপের মুখে দেশ থেকে পালিয়ে ফ্রান্সে যায় সাব্বির।সেখানে বসেও মোঃ সাব্বির হোসেন ইসলাম বিরোধী নানামুখী প্রচারণা চালায়।এই কারণে দেশে তার পরিবারও নানামুখী চাপে রয়েছে।এলাকাবাসীর দাবি ইসলামের বিরুদ্ধে প্রচারকারী মোঃ সাব্বির হোসেন যেখানেই থাকুক তার যথাযথ বিচার করা হোক অথবা আইনী প্রক্রিয়ার মাধ্যমে দেশে এনে তার উপযুক্ত বিচার করা হোক।