অদ্য ১৮নভেম্বর-২০২২ খ্রিঃ আনুমানিক ০০:১৫ ঘটিকায় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই/পাভেল মল্লিক সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম ইউপির ৪নং ওয়ার্ডস্থ টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখ এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে ১| রাসেল উদ্দিন(২৩),সাং-থাইংখালী,হাকিমপাড়া ৫নং ওয়ার্ড, পালংখালী ইউপি এবং ২|আবুল কালাম (২৪),সাং পশ্চিম থাইংখালী,৪নং ওয়ার্ড,পালংখালী ইউপি,উভয় থানা- উখিয়া,জেলা-কক্সবাজারদ্বয়কে গ্রেফতার করে।
এসময় তাদের হেফাজত হতে ৭২(বাহাত্তর)ক্যান বিদেশী বিয়ার উদ্ধার এবং সিএনজিচালিত অটোরিকশা আটক পূর্বক জব্দ করা হয়।