বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া বৌদ্ধ বিহারটি অসমাপ্ত কাজ সমাপ্ত করার দাবি পাড়াবাসীর ,,,
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলর বাঙ্গালহালিয়া ইউনিয়নে কুতুরিয়া পাড়া বৌদ্ধ বিহারটি অসমাপ্ত কাজ সমাপ্ত করার দাবি জানিয়েছেন পাড়াবাসী। জানা যায় চলতি ২০২১-২২ অথ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে ৩০ লক্ষ্য টাকার ব্যায়ে বিহার টির নির্মাণ কাজ শুরু করেন ।বিহার পরিচালনা কমিটির সভাপতি উসাচিং মারমা বলেন সরকারি বরাদ্দে সমপরিমাণ টাকায় শুধুমাত্র নিজ থেকে বিহারে পিলার গুলো দার করানো হয়েছে। পাড়ার ৫০-৬০ পরিবারের একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে বিহার টি। বিহার অধ্যক্ষ উঃ চাইন্দ্রাসারা ভিক্ষুর বলে দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ একটি বিহারে পাড়াবাসীর ধর্মীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করতে হিমশিম খেতে হচ্ছে।তাই সকলের সপ্ন বর্তমান সরকারের আমলে কুতুরিয়া পাড়া বৌদ্ধ বিহারটি একটি দৃষ্টিনন্দন বৌদ্ধ বিহারে রুপান্তরিত হবে বলে মনে করেন।তাই অসমাপ্ত কাজ টি সমাপ্ত করতে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর এমপি উসশিং ও রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির হস্তক্ষেপ কামনা করেছেন। বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন কুতুরিয়া পাড়া বাসী অত্যন্ত গরিব। বিহার টি নতুন রুপে নির্মানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে খুশিতে মেতে উঠে পাড়া বাসী। দুঃখের বিষয় বরাদ্দ সল্পতার কারনে নির্মাণ কাজটি প্রথম ধাপেই সম্পন্ন হচ্ছে না। বিহার টি অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।