1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. durantotv28@gmail.com : Deb Prosad : Deb Prosad
  3. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
বাঙ্গালহালিয়াতে দিন ব্যাপী বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প উদ্বোধন। - দুরান্ত টিভি
March 2, 2025, 7:52 am
শিরোনাম :
দৈনিক ঘোষণার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নওগাঁর নিয়ামতপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের ওপর অতর্কিত হামলা পিরোজপুরে ওয়েজ আর্নাস কল্যান বোর্ড সহ আর এ আই এসই প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ বিষয়ক সেমিনার নড়াইল জেলা বিএনপির সম্মেলনে বিশ্বাস জাহাঙ্গীর সভাপতি ও মনিরুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। লক্ষ্মীপুরে মুসলিম প্রবাসীর স্ত্রীর সাথে হিন্দু শ্রমিকলীগ নেতা অনৈতিক কাজে আটক নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বার্ষিক আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুষ্ঠু ভোটের অঙ্গীকার নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন- বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ নওগাঁর নিয়ামতপুরে এসিল্যান্ডের এর বাসা লক্ষ্য করে গুলি নওগাঁয় জাহিদুল হত্যা ঘটনায় গ্রেফতার-৩

বাঙ্গালহালিয়াতে দিন ব্যাপী বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প উদ্বোধন।

মোঃ সুমন -রাঙ্গামাটি রাজস্থলী প্রতিনিধি।
  • সময়: Sunday, November 27, 2022,
  • 65 Time View

অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং
সকল ধর্মের কল্যাণে নিরলসভাবে কাজ করছে সরকার :পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সকল ধর্মের কল্যাণে আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণসহ সকল প্রকার উন্নয়ন করে সব ধর্মের ঐতিহ্য রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার ২৬ নভেম্বর সকালে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত বাঙ্গালহালিয়া সরকারি কলেজের একাডেমিক ভবন ৯৫লক্ষ,আই,সি টি ভবন ৮০ লক্ষ, ছাত্রাবাস ৯০লক্ষ, সীমানা প্রাচীর ৫৫ লক্ষ, ও শহীদ মিনার নির্মাণ কাজ শেষ উদ্ধোধন, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া বৌদ্ধ ও বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহারের দুই তালা ভবন ৭০লক্ষ টাকা শুভ উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠান,ডাক বাংলা পাড়া অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক উঃ খেমাচারা মহাথের, আগাপাড়া অনাথ আশ্রমের ভবন নির্মাণ ৪০লক্ষ ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীর নির্মাণ ৩০লক্ষ,কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন পার্বত্যঞ্চলে উন্নয়ন কার্যক্রমের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক,তাই পার্বত্য বাসীর চিন্তার কিছুই নেই, এলাকায় সব ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হচ্ছে এবং আগামীতেও চলমান থাকবে।এ সময় অনুষ্ঠানে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,রাঙ্গামাটি উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মঞ্জরুল আলম,রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা,উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুসার চাকমা,সহকারী প্রকৌশলী ত্রায়া সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,বাঙ্গালহালিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক মিয়া,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,জেলা উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক- সামাজিক নেত্রীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুরে বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমার নিমন্ত্রণে প্রতিভোজে অংশগ্রহণ করেন। মন্ত্রী কলেজ প্রবেশ পথে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রকল্পের মাঠ কর্মকর্তা কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান।ডাকবাংলা পাড়া নব নির্মিত বৌদ্ধ বিহার শুভ উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন উপ সংরাজ ভদন্ত ঞানুতারা মহাথের ,ভদন্ত ঞানাওয়াইসা মহাথের,ভদন্ত ভদন্ত পামোখা মহাথের,ভদন্ত নাগাওয়াইসা মহাথের,ভদন্ত পঞঞাদীপা মহাথের,ভদন্ত খেমাচারা মহাথের। অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান দায়ক ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বিশেষ দায়ক ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, জেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস, ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুই খই মারমা, বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লাঅং মার্মা,রাজভিলা ইউপি চেয়ারম্যান ক্যাঅংপ্রু মারমা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুইচাপ্রু মারমাসহ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ।ডাক বাংলা পাড়া বৌদ্ধ বিহার নির্মাণে বরাদ্দ দেওয়ায় উৎসর্গ অনুষ্ঠানে সংঘ প্রধান ও বিহার অধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইসা মহাথের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে স্বর্ণের নৌকা উপহার দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x