বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লৌহজং উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার কনকসার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন আহবায়ক অলক কুমার মিত্র। সদস্য সচিব সঞ্জীব মণ্ডল তুষারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবর্তী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী,লৌহজং
পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার সিংহ অমিত,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব সাহা প্রমুখ।