1. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
  2. durantotv28@gmail.com : anamul Haque : anamul Haque
  3. loggershell443@gmail.com : yanz@123457 :
বাংলাদেশ বেতার খুলনা পরিদর্শন করলেন মহাপরিচালক - দুরান্ত টিভি
September 13, 2024, 1:40 pm
শিরোনাম :
বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্তর্র্বতীকালীন উপাচার্য অধ্যাপক জামাল হোসেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত মিলনের লাশ ৫১ দিন পর ময়নাতদন্ত দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা,প্রেসক্লাবের নিন্দা! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামী খুন,স্ত্রী গ্রেফতার  নয় কেজি গাঁজাসহ কাশিয়ানীতে দুই ভাই আটক পিরোজপুরে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মতবিনিময় সভা নড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা পালিত হয়েছে কাজী এহসানুল কবীর মহোদয়ের পুলিশ সুপার হিসেবে নড়াইল জেলায় যোগদান

বাংলাদেশ বেতার খুলনা পরিদর্শন করলেন মহাপরিচালক

মোঃ আব্দুল সামাদ বিশ্বাস-স্টাফ রিপোর্টার।
  • সময়: Wednesday, August 14, 2024,
  • 8 Time View

 

রিপোর্টারঃ-মোঃ আব্দুল সামাদ বিশ্বাস-বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া ১৩ই আগষ্ট মঙ্গলবার দুপুরে বাংলাদেশ খুলনা বেতার কেন্দ্র পরিদর্শন করেন।৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীক সময় খুলনা বেতার কেন্দ্রে ঢুকে ভাঙচুর,অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।অগ্নিসংযোগের ফলে বেতার কেন্দ্রের অবকাঠামো,সম্প্রচারের সাথে যুক্ত যন্ত্রপাতিসহ সকল কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

উক্ত পরিদর্শনকালে খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ,বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান)মো. ছালাহ উদ্দিন,অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এ এস এম জাহীদ,প্রধান প্রকৌশলী(রুটিন দায়িত্ব) মুনীর আহমদ,পরিচালক মো.বশির উদ্দিন,সিনিয়র প্রকৌশলী মো.শাহজাদা সেলিম,খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য্য,গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাসহ বেতারের কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

এদিকে খুলনা বেতারের সম্মেলনকক্ষে বেতার ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মহাপরিচালক এক মতবিনিময় সভায় মিলিত হন।সভার প্রথমে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

উক্ত সভায় আগামী তিন দিনের মধ্যে একটি বা দুইটি কক্ষ সংস্কার করে বা অন্যস্থান থেকে সম্প্রচার শুরু,ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া দ্রুততম সময়ের মধ্যে খুলনা বেতারকে আগের স্থানে ফিয়ে আনার জন্য বিদ্যমান ভবনগুলো দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগিতা পরীক্ষা করা,নতুন ভবন ও স্টুডিও নির্মাণ, নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া দেয়া ও রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে নিদের্শনা দেন মহাপরিচালক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x